Last Updated: November 5, 2011 20:02

নিজের ঘরেই রহস্যজনক মৃত্যু হল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। মৃতের নাম সায়ন চৌধুরী। এক নামী বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। আজ পাটুলির কেন্দুয়া রোডের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান,শর্ট-সার্কিট থেকে মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের। মৃতদেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে পোড়া ল্যাপটপ ও যন্ত্রাংশ। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও।
First Published: Saturday, November 5, 2011, 20:13