ভালবাসার নাম সুজানে: হৃতিক

ভালবাসার নাম সুজানে: হৃতিক

ভালবাসার নাম সুজানে: হৃতিকগত কালই হৃতিক ঘোষনা করেছিলেন তাঁর আর সুজানের আলাদা হওয়ার খবর। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলেন সুজানে আমার জীবনের ভালবাসা।

"ভালবাসার প্রতি এটা আমার শ্রদ্ধার্ঘ। আমার বাকি জীবনটাও সুজানেকেই ভালবেসে যাব। আমাকে ছাড়া যদি সুজানের হাসি আরও বেশি উজ্জ্বল হয়, তাহলে আমার ভালবাসা সেটাকেই স্বাগত জানায়। নিঃস্বার্থ।"

বেশ কয়েকমাস ধরেই হৃতিক-সুজানের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার জল্পনার অবসান করে হৃতিক বলেন, "সুজানে আমাদের ১৭ বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। গোটা পরিবারের কাছেই এখন খুব কঠিন সময়। আমি সংবাদমাধ্যমে অনুরোধ করছি এইসময় আমাদের ব্যক্তিগত জীবনে যেন কিছুটা আড়ান রাখতে দেওয়া হয়।"

চার বছরের সম্পর্কের পর ২০ ডিসেম্বর, ২০০০ গাঁটছড়া বাঁধেন হৃতিক-সুজানে। রেহান,(৭) ও রিধান, (৫) দুই সন্তান তাঁদের।

First Published: Saturday, December 14, 2013, 17:16


comments powered by Disqus