খেজুরিতে নিষিদ্ধ সিপিআইএম, `সদর্পে` ঘোষণা শুভেন্দুর

খেজুরিতে নিষিদ্ধ সিপিআইএম, `সদর্পে` ঘোষণা শুভেন্দুর

খেজুরিতে নিষিদ্ধ সিপিআইএম, `সদর্পে` ঘোষণা শুভেন্দুরপঞ্চায়েত ভোট তিনিই করাবেন। খেজুরিতে  নিষিদ্ধ থাকবে সিপিআইএম। জায়গা হবে না কংগ্রেস-বিজেপি কোনও দলেরই। প্রকাশ্য জনসভায় হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদের হুমকির কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। পূর্ব মেদিনীপুরের খেজুরির কামারদায় তৃণমূলের সভায় শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল এরকমই নানা বক্তব্য। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে দলীয় কর্মীদের একজোটে কাজ করার নির্দেশ দিলেন তিনি। ঘরছাড়া যেসব সিপিআইএম সমর্থক গ্রামে ফিরছেন, তাদেরও শাসানি দেন শুভেন্দু অধিকারী। মাইক হাতে ক্যামেরার সামনে শুভেন্দু বলতে থাকেন, খেজুরিতে সিপিআইএম নিষিদ্ধ।
তৃণমূল সাংসদের হুমকির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী থেকে কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সবাই শুভেন্দুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। হলদিয়া বন্দর থেকে এবিজির চলে যাওয়ার পিছনে শুভেন্দু অধিকারীই অনেকাংশে দায়ী বলে অভিযোগ। ওই সংস্থাকে  হলদিয়া থেকে সরানোর হুমকিও দিয়েছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে এবার তমলুকের তৃণমূল সাংসদের নিশানায় সিপিআইএম সহ সব বিরোধী দল।
 

First Published: Sunday, November 25, 2012, 19:02


comments powered by Disqus