Last Updated: May 19, 2013 21:39

আমি আর গার্লফ্রেন্ডসের পর এবার সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি। পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি জাতিস্মরে জিশু সেনগুপ্তর বিপরীতে দেখা যাবে স্বস্তিকাকে।
সমসাময়িক সময়ের মিউজিকাল প্রেমের গল্প জাতিস্মর। তবে গুজব উঠেছে উত্তম-তনুজা অভিনীত ১৯৬৭ সালে মুক্তি পাওয়া অ্যান্টনি ফিরিঙ্গি ছবির রিমেক জাতিস্মর। জিশু, স্বস্তিকা ছাড়াও ছবিতে রয়েছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবির পর এই ছবিতে আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন প্রসেনজিত্-জিশু। জিশু জানালেন, "আমি জাতিস্মরের স্ক্রিপ্ট শুনেছি। আমার বেশ ভাল লেগেছে। তবে এখনও সই করিনি। ছবিতে আমার চরিত্র একজন আধুনিক পুরুষের। এখনই এর বেশি কিছু বলতে পারব না। তবে বহুদিন পর বুম্বাদা আর স্বস্তিকার সঙ্গে কাজ করতে ভেবেই আমার ভাল লাগছে।"
First Published: Monday, May 20, 2013, 14:55