Last Updated: April 5, 2013 17:38

জীবন থেকে মিষ্টি চলে গেলে আর থাকে কী? খোলা বাজারে চিনি বিক্রির ওপর নিয়ন্ত্রণ তুলে নেওয়ায় এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে। এক বিবৃতিতে তিনি লেখেন,
"দ্বিতীয় ইউপিএ সরকারের এটি আরেকটি জনবিরোধী নীতি। এর আগে রারের দাম বেড়েছে। ডিজেল, পেট্রল এবং রান্নার গ্যাসের দামও উর্ধ্বমুখী হয়েছে।
আজকের সিদ্ধান্ত সাধারণ মানুষ এবং তাঁদের হেঁশেলে আবার বোঝা চাপবে।
ইদে সিমাই, ক্ষীর অথবা পায়েস, যে কোনও উৎসবে মিষ্টি গুরুত্বপূর্ণ অংশ।
চিনি আরও মহার্ঘ হলে সাধারণ মানুষ মিষ্টির স্বাদ ভুলে যাবেন। মিষ্টত্ব চলে গেলে জীবনে আর কী বা থাকে?
এটি একটি জনবিরোধী সিদ্ধান্ত।"
First Published: Friday, April 5, 2013, 17:39