Last Updated: April 17, 2013 09:09

ফের সোয়াইন ফ্লুর সংক্রমণ কলকাতায়। কাশীপুরের বাসিন্দা এক বৃদ্ধার সোয়াব টেস্টে মিলল এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস। শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই মহিলা। গতকাল রাতে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তের নাম সন্ধ্যা সেন। এর আগে জোড়াসাঁকোর এক ব্যক্তির দেহে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গিয়েছিল।
এই নিয়ে রাজ্যের তিনজনের দেহে সোয়াইন ফ্লুর ভাইরাস মিলল। তিন বছর পরে রাজ্যে ফের সোয়াইন ফ্লুর সংক্রমণ। চলতি বছরে প্রথম আক্রান্ত হয় উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের এক বালিকা।
First Published: Wednesday, April 17, 2013, 09:09