Last Updated: March 7, 2012 21:24

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলে জায়গা পেলেন অশোক দিন্দা ও মনোজ তেওয়ারি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয়দের পদার্পণের দেড়শো বছর উপলক্ষ্যে এই ম্যাচ হবে। ঘোষিত ১৫ জনের দলে রাখা হয়নি সচিন, সেওয়াগ, জাহিরদের। ম্যাচের দিন যুবরাজ সিংয়ের চিকিত্সার জন্য যুবরাজ ফাউন্ডেশনের হাতে অর্থ তুলে দেবেন জ্যাক কালিস। কালিসকে এব্যাপারে সাহায্য করবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও।
First Published: Wednesday, March 7, 2012, 21:24