আবু সালেমের `ট্রেন বিয়ে` নিয়ে তদন্তের নির্দেশ টাডা আদালতের

আবু সালেমের `ট্রেন বিয়ে` নিয়ে তদন্তের নির্দেশ টাডা আদালতের

আবু সালেমের `ট্রেন বিয়ে` নিয়ে তদন্তের নির্দেশ টাডা আদালতেরপুলিস হেফাজতে ট্রেনের মধ্যেই বিয়ে সেরেছিলেন ডন আবু সালেম। এবার এই অভিযোগের তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্রের টাডা আদালত। উত্তর প্রদেশে আদালতে হাজিরা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল আবু সালেমকে। অভিযোগ, ওইসময় ট্রেনের মধ্যেই টেলিফোনে এক কাজিকে দিয়ে নিকাহ হয়েছিল।

এর সাক্ষ্য ছিলেন সালেমের এক আত্মীয় রশিদ আনসারি সহ বেশ কয়েকজন পুলিস কর্মী। এই অভিযোগ সামনে আসার পরই আবু সালেমের মতো এক কুখ্যাত গ্যাংস্টারের নিরাপত্তার ফাঁক নিয়ে জলঘোলা শুরু হয়। আগামী দশ দিনের মধ্যে থানে পুলিসকে এই ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে টাডা আদালত। সালেম নিজে ট্রেনে বিয়ের কথা অস্বীকার করেছেন।

First Published: Wednesday, February 5, 2014, 11:32


comments powered by Disqus