নিউ ইয়র্কে নিলাম হল কবিগুরুর খাতা

নিউ ইয়র্কে নিলাম হল কবিগুরুর খাতা

নিউ ইয়র্কে নিলাম হল কবিগুরুর খাতা লোকচক্ষুর অন্তরালেই ছিল এতদিন। বুধবার নিউইয়র্কের এক নিলামঘরে মালিকানা বদল হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অপ্রকাশিত খাতাটির।

এই খাতার পাতায় পাতায় ছড়িয়ে আছে বিশ্বকবির নিজের হাতে লেখা ১২টি কবিতা ও সমসংখ্যক গান। রচনাকাল, ১৯২৮ সাল। বুধবার নিউইয়র্কে সদবীর নিলামে তোলা হয়েছিল খাতাটিকে। দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ ডলার দাম উঠবে বলে ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত বিক্রি হলো ১,৭০,৫০০ ডলারে। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এক পারিবারিক বন্ধুকে খাতাটি উপহার দিয়েছিলেন কবি। সেই বন্ধুর উত্তরসূরি পরিবার এই অমূল্য উপহারকে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ নিয়ে গেলো ঘরে। এই খাতার দু’টি গানকে কবি পরবর্তী সময়ে তাঁর ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যে ব্যবহার করেছিলেন। অন্য তিনটি গানকে ১৯৩১ সালে প্রকাশিত গীতবিতানে অন্তর্ভুক্ত করেছিলেন তিনি।

First Published: Thursday, December 15, 2011, 12:05


comments powered by Disqus