Last Updated: October 30, 2011 16:29

রবিবার সকালে তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। যদিও এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানায় এই রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। তাইওয়ানের কিলুং প্রদেশের ১৪১ কিমি পূর্বে সমুদ্রগর্ভে এই ভূমিকম্প অনুভূত হয়। কুলুং, রাজধানী তাইপেইয়ের ২৮ কিমি পূর্বে অবস্থিত। মৃদু ভূমিকম্প তাইওয়ানে নতুন কিছু নয়। যদিও ১৯৯৯ সালে এক বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ২৩০০ মানুষ।
First Published: Sunday, October 30, 2011, 16:29