Last Updated: January 29, 2013 09:46

তাজ করিডর দুর্নীতি মামলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এইচ এল ডাট্টু এবং বিচারপতি রঞ্জন গোগোইয়ের বেঞ্চ এই নির্দেশ দেয়। এই মামলায় কেন্দ্র, সিবিআই এবং উত্তপ্রদেশ সরকারকেও নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।
মায়াবতী সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী নাসিমউদ্দীন সিদ্দিকির কাছেও বিবৃতি দাবি করে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। দুহাজার দুই সালে রাজ্যপালের অনুমোদন ছাড়াই তাজমহলের সামনে সৌন্দর্যায়নের জন্য তাজ করিডর প্রকল্প গড়ার উদ্যোগ নেয় মায়াবতী সরকার। এই প্রকল্পে ১৭ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে মায়াবতীর বিরুদ্ধে।
First Published: Tuesday, January 29, 2013, 09:46