তাজিকিস্তানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে হত ৪২

তাজিকিস্তানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে হত ৪২

তাজিকিস্তানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে হত ৪২আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়ল তাজাকিস্থানে। সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত এই রাষ্ট্রে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত হয়েছেন ৪২ জন। এঁদের মধ্যে রয়েছেন ১২ জন সেনা। সংঘর্ষে নিহত হয়েছেন ৩০ বিদ্রোহীও।

তাজিকিস্তানে সাম্প্রতিককালে কট্টহর ইসলামপন্থী কয়েকটি সশস্ত্র গোষ্ঠী যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে। গত শনিবার রাজধানী দুশনাবে থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে গোরনো বদখ্শান এলাকায় জঙ্গিদের হানায় দেশের গোয়েন্দা প্রধান আবদুল্লো নাভারোজ নিহত হওয়ার পরই প্রত্যাঘাতের পথে হাঁটে সরকার। বিদ্রোহী নেতা তোলিব আয়োমবেখভের ঘাঁটিগুলিতে শুরু হয় সেনা অভিযান। গতকাল থেকে শুরু হওয়া বেশ কয়েক ঘণ্টার লড়াইয়ে মারা যান ৩০ বিদ্রোহী ও ১২ সেনা। প্রসঙ্গত, ১৯৯২ সালে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে সে দেশের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী। প্রায় ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধের বলি হন ৫০,০০০ মানুষ।

First Published: Wednesday, July 25, 2012, 15:49


comments powered by Disqus