Last Updated: September 16, 2012 15:53

আফগান সীমান্তে পাকিস্তানের লোয়ার দিরে বিস্ফোরণে শিশু, মহিলা সহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হল। আহত হয়েছেন সাত জন। রাস্তার ধারে বোমাটি রাখা ছিল। একটি ট্রাক যাওয়ার সময় বিস্ফোরণ ঘটলে আরোহীরা নিহত হন বলে পুলিস জানিয়েছে।
পাক তালিবান বিস্ফোরণের দায় স্বীকার করেছে। লোয়ার দিরের জান্দুল এলাকায় গ্রামবাসীরা সরকারের পক্ষ নিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছিল। সেজন্যই এই হামলা বলে তালিবানদের তরফে জানানো হয়েছে। যদিও, পুলিস জানিয়েছে, হতাহতরা সকলেই সাধারণ গ্রামবাসী। তাঁদের মধ্যে কেউ মিলিশিয়া বা সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন না।
First Published: Sunday, September 16, 2012, 15:53