Last Updated: March 22, 2014 20:11

মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে শনিবার দাহ্যবস্তু বহনকারী একটি ট্যাঙ্কার উল্টে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ সৃষ্টি করল। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সাতজন। গুরুতর আহত আট ব্যক্তি।
আজ দুপুর ২টো ৪০ নাগাদ মুম্বই থেকে গুজরাত যাওয়ার পথে হঠাৎই এনএইচ ৮ উল্টে যায় রিলায়েন্সের ট্যাঙ্কারটি। আশে পাশের ছটি গাড়ি এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে রাস্তার ধারের একটি হোটেলও।
স্থানীয় থানার পুলিস সুপারিনটেনডেন্ট জানিয়েছেন ট্যাঙ্কারটিতে সম্ভবত ডিজেল ছিল। সেই ডিজেল রাস্তায় পড়ে চাকার ঘর্ষণে বিস্ফোরণ সৃষ্টি করেছে। এই দুর্ঘটনায় ট্যাঙ্কারটির ড্রাইভার মারা গেছেন।
এই ঘটনায় নিহতরা পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসী। আহতদের নিকটবর্তী কাসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
First Published: Saturday, March 22, 2014, 20:11