Last Updated: November 29, 2013 23:21

বিগ বসের বাড়িতে চুটিয়ে প্রেম করছিলেন অরমান-তানিশা। তারপরই হঠাত্ জানা যায় বিগ বসের ঘরে নাকি আসতে চলেছেন অরমানের প্রেমিকা তানিয়া। শুরু হয়েছিল তনিশার প্রতিক্রিয়া নিয়ে জল্পনা। তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তানিয়া।
অরমানের সঙ্গে কয়েকমাস আগে আলাপ হয় বিবাহ-বিচ্ছিন্ন, ১০ বছরের কন্যা সন্তানের মা তানিয়ার। তানিয়া জানিয়েছিলেন অরমানের সঙ্গে তার সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, তার থেকে বেশি। তবে তনিশার সঙ্গে অরমানের সম্পর্ক নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। বরং একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, "অরমান ও তনিশার জন্য খুশি তানিয়া"।
যোগগুরু বিবেক মিশ্র প্রথম বিগ বসের ঘরে তানিয়ার প্রসঙ্গ তোলেন। ব্যক্তিগত জীবন নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলার জন্য বিবেককে কড়া কথাও শুনিয়েছিলেন অরমান। তবে ঘটনায় আঘাত পেয়েছিলেন তনিশা।
First Published: Friday, November 29, 2013, 23:22