Last Updated: May 25, 2014 21:09
বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের মেয়েকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জির বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। আজ তপন দত্তের বাড়িতে যান বামপন্থী বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন আজিজুল হক, ভারতী মুতসুদ্দি। ছিলেন সুটিয়া গণধর্ষণকাণ্ডের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস এবং দিদি প্রমীলা বিশ্বাসও। উত্তরপাড়া থানায় ডেপুটেশন জমা দেন তাঁরা। বিষয়টি রাজ্যপালের কাছে জানাবেন বলেও জানিয়েছেন বুদ্ধিজীবীরা। দুহাজার এগারো সালে জলাভূমি বাঁচাও আন্দোলনের প্রতিবাদ করে খুন হয়েছিলেন বালির আনন্দনগরের তৃণমূল নেতা তপন দত্ত। খুনের মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল তৃণমূলের বেশ কয়েকজন নেতার নাম।
First Published: Sunday, May 25, 2014, 21:09