Last Updated: May 29, 2014 20:42

গুরুতর অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন সিকদার। চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হল। দিল্লির এইমসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর চিকিত্সা হবে। গত কয়েকদিন ধরেই কিডনির সংক্রমণে ভুগছেন তপন সিকদার। দিন দশেক আগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত দুদিন ধরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে দমদম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃতীয় স্থানে থেকে পেয়েছেন ২২ শতাংশ ভোট। এই দমদম কেন্দ্র থেকে জিতেই তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন।
১৯৮৮ সালে বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তপন সিকদারের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য তথা দেশের রাজনীতিবিদরা।
First Published: Thursday, May 29, 2014, 20:42