Last Updated: June 2, 2014 09:19

প্রয়াত হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার। দমদমের প্রাক্তন এই বিজেপি সাংসদের আজ, সোমবার ভোর সাড়ে ৪টায় জীবনাবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বেশ কয়েকদিন ধরে কিডনির সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন টেলিযোগাযোগ মন্ত্রী। আজ কলকাতায় আনা হচ্ছে তাঁর মরদেহ।
গত কয়েকদিন ধরেই কিডনি জনিত সংক্রমণে ভুগছিলেন তপন শিকদার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তপন সিকদার। গত তিরিশে মে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে যাওয়া হয়। এইএমএসে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। এবারের নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। আজ তাঁর মরদেহ কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
এমনকি, ভোটের ফলাফল প্রকাশের দিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু, মাঝেমধ্যেই তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়ছিলেন।
First Published: Monday, June 2, 2014, 15:25