ট্যাক্সি ধর্মঘট প্রত্যাহার করল তরাই চালক সঙ্ঘ, Tarai drivers association withdraws strike

ট্যাক্সি ধর্মঘট প্রত্যাহার করল তরাই চালক সঙ্ঘ

ট্যাক্সি ধর্মঘট প্রত্যাহার করল তরাই চালক সঙ্ঘমোর্চার সঙ্গে বৈঠকের পর ট্যাক্সি ধর্মঘট প্রত্যাহার করে নিল তরাই চালক সঙ্ঘ। বেহাল পঞ্চান্ন নম্বর জাতীয় সড়ক মেরামতির দাবিতে শিলিগুড়িতে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছিল এই সংগঠন। এর জেরে বন্ধ হয়ে যায় দার্জিলিং ও মিরিক যাওয়ার ট্যাক্সি চলাচল। রাস্তা মেরামতির আশ্বাস পেয়ে সন্ধে ছটা থেকে ধর্মঘট তুলে নেন তাঁরা। এই সময়ে মিরিক হয়ে দার্জিলিঙে ট্যাক্সি চলাচল করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এরজন্য যাত্রীপিছু ভাড়া হবে একশো চল্লিশ টাকা।





First Published: Tuesday, December 6, 2011, 18:16


comments powered by Disqus