Last Updated: May 10, 2014 22:02
তারকেশ্বরে আক্রান্ত মহিলা সিপিআইএম কর্মীকে দেখতে হাসপাতালে গেলেন বুদ্ধিজীবীদের একাংশ। ছয়ই মে রাতে সান্ত্বনা মণ্ডল নামে ওই সিপিআইএম কর্মীর ওপর হামলা হয়। অভিযোগ, কেটে নেওয়া হয় তাঁর একটি স্তন। এলোপাথারি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। গুরুতর জখম ওই মহিলা ভর্তি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে।
আজ তাঁর সঙ্গে দেখা করতে যান ভারতী মুত্সুদ্দি, মন্দাক্রান্তা সেন, শিলাদিত্য চৌধুরী, তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় সহ বেশ কয়েকজন। তাঁদের অভিযোগ, মহিলাদের কোনও নিরাপত্তা নেই এ রাজ্যে। ভোট-পর্ব মেটার আগেই হামলা চলছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। অথচ নির্বাচন কমিশন নির্বিকার বলে অভিযোগ বিশিষ্টজনেদের। হামলার অভিযোগে তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
First Published: Saturday, May 10, 2014, 22:02