Last Updated: November 21, 2013 17:05

ইন্ডিয়ান মুজাহিদিনের একমাত্র নিশানা নরেন্দ্র মোদী। বিহার পুলিসের কাছে জেরায় এমনটাই জানিয়েছে আই এম মাস্টারমাইন্ড ইয়াসিন ভটকল। পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলি মদত পাচ্ছে বলে আজই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে।২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা আটোসাঁটো রাখাই কেন্দ্রের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ।
নরেন্দ্র মোদীর হুঙ্কার র্যালির দিনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ইন্ডিয়ান মুজাহিদিন। জেরায় একথা স্বীকার করে নিয়েছে আই এম জঙ্গি ইমতিয়াজ আনসারি। এবার পুলিসি জেরায় উঠে এল আরও চাঞ্চল্যকর স্বীকারোক্তি। ইন্ডিয়ান মুজাহিদিন মাস্টারমাইন্ড ইয়াসিন ভাটকল কবুল করেছে নরেন্দ্র মোদীকে খতম করাই তাদের একমাত্র লক্ষ্য। বিহার পুলিসের দাবি, জেরায় ভাটকল জানিয়েছে মোদী হত্যাকেই আপাতত পাখির চোখ করে এগোচ্ছে ইন্ডিয়ান মুজাহিদিন। লোকসভা নির্বাচনের আগে এটাই তাদের অ্যাজেন্ডা।
নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দল। নরেন্দ্র মোদীকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা সুশীলকুমার শিন্ডে।
দিল্লিতে বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের পুলিসের ডিজিদের বার্ষিক সম্মেলেন আশঙ্কার কথা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। পাক ভূখণ্ড থেকে বিছিন্নতাবাদী শক্তিগুলি এখনও মদত পাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
লোকসভা নির্বাচন যত এগোবে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রের উপর চাপ ততই বাড়বে। দেশের পরিস্থিতি অস্থির করে তুলতে সক্রিয় হবে বিছিন্নতাবাদী শক্তিগুলি। মোদীর নিরাপত্তা সুনিশ্চিত করা সহ সেই শক্তি মোকাবিলায় কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ।
First Published: Thursday, November 21, 2013, 17:07