Last Updated: July 14, 2013 10:35

আজই শেষ হচ্ছে এদেশে টেলিগ্রামের যাত্রাপথ। রবিবার রাত ৯টায় ভারতের বুকে শেষ টেলিগ্রাম তার ঠিকানা খুঁজে নেবে। ১৬০ বছরের ইতিহাসে আজ দাঁড়ি পড়বে।
ভারত সঞ্চার নিগম টেলিগ্রাম সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই কেন্দ্রীয় সরকার টেলিগ্রাম উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আজ সকাল ৮টা থেকে রাত ৯টা অবধি টেলিগ্রাম অন্তিম বারের মত চালু থাকবে।
টেলিগ্রাম সার্ভিস চালু রাখতে বছরে বিএসএনএলের খরচ হত ১০০কোটি টাকা। কিন্তু এই সার্ভিস থেকে আয় হত বাৎসরিক মাত্র ৭৫ লক্ষ টাকা। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির বোঝা বইতে বিএসএনএল আর রাজি ছিল না। কেন্দ্রীয় সরকারকে বিএসএনএলের পক্ষ থেকে এই ব্যাপারে হস্তক্ষেপ করার অনুরোধ করা হয়। কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় এই ব্যাপারে বিএসএনএলের সিদ্ধান্তই চূড়ান্ত।
সারা দেশ জুড়ে মোবাইল ফোন ও ইন্টারনেটের বাড়বাড়ন্ত টেলিগ্রাম সার্ভিসের পতনের মূল কারণ।
টেলিগ্রাম সার্ভিসের সঙ্গে যুক্ত বিএসএনএল কর্মচারীদের বিএসএনএলেরই অনান্য বিভাগে নিযুক্ত করা হবে বলে জানা গেছে।
First Published: Sunday, July 14, 2013, 10:35