Last Updated: February 15, 2012 15:45

ফের ট্যাক্সিচালকের অমানবিকতার সাক্ষী হল কলকাতা। হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করায় পথেই মৃত্যু হল রোগীর। গতকাল ঘটনাটি ঘটেছে কলকাতার মোমিনপুর এলাকায়।
বছর ৬০-এর আবেদা খাতুনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সিস্ট্যান্ডে আসেন তার পরিবারের লোকেরা। অভিযোগ, রোগীকে নিয়ে যেতে অস্বীকার করেন ট্যাক্সিচালক। দীর্ঘক্ষণ ট্যাক্সিচালকের সঙ্গে প্রৌঢ়ার পরিবারের লোকের বচসার পর হাসপাতালে নিয়ে যান সেই ট্যাক্সিচালক। কিন্তু হাসপাতালে পৌঁছনো মাত্রই মারা যান আবেদা খাতুন। এরপর সন্ধেবেলা ফের এক ব্যক্তিকে নিয়ে যেতে অস্বীকার করে ট্যাক্সিচালক। বচসার জেরে ওই ব্যক্তিকে ট্যাক্সিচালকেরা মারধর করেন বলে অভিযোগ। এরপরই ট্যাক্সি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় ট্যাক্সিচালক সংগঠনের অফিসও।
First Published: Wednesday, February 15, 2012, 15:52