অপরাধ` মদ, জুয়ার আসরের প্রতিবাদ, পাঁশকুড়ায় আক্রান্ত শিক্ষিকা, শ্লীলতাহানির অভিযোগ

'অপরাধ` মদ, জুয়ার আসরের প্রতিবাদ, পাঁশকুড়ায় আক্রান্ত শিক্ষিকা, শ্লীলতাহানির অভিযোগ

'অপরাধ` মদ, জুয়ার আসরের প্রতিবাদ, পাঁশকুড়ায় আক্রান্ত শিক্ষিকা, শ্লীলতাহানির অভিযোগমদ জুয়ার আসরের প্রতিবাদ করায় পাশকুঁড়ায় আক্রান্ত হলেন এক শিক্ষিকা। বাড়ি ঢুকে তাঁকে রড দিয়ে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। তাঁর শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। গুরুতর জখম ওই শিক্ষিকার মাথায় চল্লিশটি সেলাই পড়েছে। ঘটনায় এপর্যন্ত ছজনকে গ্রেফতার করেছে পুলিস। তবে মূল অভিযুক্তরা এখনও অধরা বলেই দাবি ওই শিক্ষিকার পরিবারের। দীর্ঘদিন ধরেই এলাকায় মদ জুয়ার আসরের প্রতিবাদ করে আসছিলেন পাঁশকুড়ার এক স্কুল শিক্ষিকা । তবে প্রতিবাদের মাসুলটা যে এত ভয়ানক হবে তা ভাবতেও পারেননি পাঁশকুড়ার আট নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা। শুক্রবার সন্ধেয় হঠাত্ই বাড়িতে ঢুকে রড দিয়ে মারা হয় তাঁকে। মাথায় চল্লিশটি সেলাই নিয়ে তমলুক জেলা হাসপাতালে চিকিত্সাধীন ওই শিক্ষিকা। তাঁর শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

মদ জুয়ার আসর সম্পর্কে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি শিক্ষিকার পরিবারের।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজকর্মী মীরাতুন নাহার ও শাশ্বতী ঘোষ। দোষীদের শাস্তির দাবি করেছেন তাঁরা।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


First Published: Saturday, March 29, 2014, 21:27


comments powered by Disqus