অস্ট্রেলিয়া সফরে জায়গা হল না হরভজন সিংয়ের, Team declared for Australia tour

অস্ট্রেলিয়া সফরে জায়গা হল না হরভজন সিংয়ের

অস্ট্রেলিয়া সফরে জায়গা হল না হরভজন সিংয়েরঅস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দলেও জায়গা হল না হরভজন সিংয়ের। দলে নেই যুবরাজ সিং। বাংলা থেকে দলে জায়গা পেয়েছেন ঋদ্ধিমান সাহা। ষোলো জনের দলে জাহির খান না থাকলেও, ফিটনেস টেস্টে পাস করলে সতেরোতম সদস্য হিসাবে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন তিনি। অস্ট্রেলিয়া সফরের দলে রয়েছেন তরুণ পেসার বরুন অ্যারন আর অলরাউন্ডার প্রবীণ কুমার। বাকি দল মোটামুটি অপরিবর্তিতই রয়েছে।

First Published: Saturday, November 26, 2011, 14:24


comments powered by Disqus