আজ তেলেঙ্গানার ভাগ্য নির্ধারণে কংগ্রেসের কোর কমিটির বৈঠক

আজ তেলেঙ্গানার ভাগ্য নির্ধারণে কংগ্রেসের কোর কমিটির বৈঠক

আজ তেলেঙ্গানার ভাগ্য নির্ধারণে কংগ্রেসের কোর কমিটির বৈঠকতেলেঙ্গানা ইস্যু নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কংগ্রেসের কোর কমিটি। আজ সন্ধ্যাতেই সম্ভবত ঠিক হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অখণ্ড থাকবে নাকি তেলেঙ্গানা অন্ধ্র থেকে বেরিয়ে আসবে।

সূত্রের খবর তেলেঙ্গানা স্বাধীন রাজ্যের স্বীকৃতি পাবে কিনা সেই বিষয়ে ফাইনাল ড্রাফট নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে।

গতকাল কংগ্রেসের সাধারণ সম্পাদক দ্বিগবিজয় সিং জানিয়েছেন কংগ্রেস কোর কমিটি তেলেঙ্গানা ইস্যুটিকে আর ফেলে রাখতে চায় না।

তেলেঙ্গানা ইস্যু নিয়ে আলোচনা করতে ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি, তাঁর ডেপুটি দামোদর রাজা নরসিংহ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বোতসা সত্যনারায়ণ।

কংগ্রেস কোর কমিটির কাছে এই তিনজন তেলেঙ্গানা ইস্যু নিয়ে তাঁদের রিপোর্ট পেশ করবেন আজ।

কংগ্রেস সূত্রে খবর এই রিপোর্টে তেলেঙ্গানার স্বাধীন রাজ্য হওয়ার সুবিধা ও অসুবিধা বিস্তারিত ভাবে থাকবে। এই রিপোর্ট হাতে পেয়ে তেলেঙ্গানা নিয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস কোর কমিটি।


First Published: Friday, July 12, 2013, 10:48


comments powered by Disqus