Telangana: Mulayam Singh`s party to back no-trust motion against government

তেলেঙ্গানা ইস্যু: সরকারের বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাবে সমর্থন জানাবে সমাজবাদী পার্টি

তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাবকে সমর্থন জানাবে সমাজবাদী পার্টি। তেলেগু দেশম পার্টির ছয় সাংসদ সোমবার লোকসাভায় মুলতুবি প্রস্তাব আনতে চান। স্পিকার মিরা কুমারকে চিঠিও দেন তাঁরা।

লোকসভায় কোনও মুলতুবি প্রস্তাব আনতে গেলে অন্তত ৫০ জন সাংসদ, অর্থাৎ ১০% সমর্থনের প্রয়োজন হয়। লকসভায় সমাজবাদী পার্টির ২১ জন সাংসদ রয়েছে। পৃথক রাজ্য তেলেঙ্গানা গঠন নিয়ে অন্য সাংসদদের সমর্থনও জোটানোর চেষ্টা করবে সমাজবাদী পার্টি। এমটাই ব্যাখ্যা রাজনৈতিক মহলের।

দেশের ২৯নম্বর রাজ্য গঠন করতে সরকারপক্ষ মরিয়া। সেই লক্ষ্যে সমস্ত বাধা উতরোতে চায় মনমোহন সরকার। ফলে সমাজবাদী পার্টির তরফে সরকারের বিরোধিতার সিদ্ধান্ত ঘোষণা করায় নিঃস্বন্দেহেই চাপে পড়ল ইউপিএ সরকার।



First Published: Friday, December 13, 2013, 15:28


comments powered by Disqus