টিআরএস নেতার গ্রেফতারিতে জোড়াল হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন q

টিআরএস নেতার গ্রেফতারিতে জোড়াল হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন

টিআরএস নেতার গ্রেফতারিতে জোড়াল হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে তেলেঙ্গেনা রাষ্ট্র সমিতির নেতা কেটি রামা রাওকে গ্রেফতারের বিরোধিতায় ৩৬ ঘণ্টার অনসনে বসতে চলেছে তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি(টিজেএসি)। তবে আন্দোলনকারীদের অনশনের অনুমতি দিতে নারাজ প্রশাসন। টিজেএসি-র তরফে জানানো হয়েছে পুলিসের রক্তচক্ষু উপেক্ষা করেই তারা অনশনে যাবেন।

গত কয়েকদিন ধরে প্রতিবাদ আর আন্দোলনে জেরবার গোটা রাজ্য। যার জেরে অন্ধ্র বিধানসভা, রাজভবন এবং রাজনৈতিক নেতাদের বাড়ির আশেপাশে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ইন্দিরা পার্কে একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে টিজেএসি। টিআরএস, বিজেপি, সিপিআই এর মতো দলগুলির ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা।

ফলত স্পষ্ট, এখনই কাটছে না তেলেঙ্গানা জট। অন্ধ্র প্রদেশের দায়িত্বে থাকা এআইসিসি সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ ইঙ্গিত দিয়েছেন পৃথক রাজ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও খানিকটা সময় লাগবে। আজাদ বলেন, "আমার মনে হয় না এক মাস যথেষ্ট। আগামিকালের অর্থ একেবারে `কাল সকাল`। এমনটা হতে পারে না।" যদিও এই অচলাবস্থার দ্রুত সমাধান চান স্থানীয় কংগ্রেস নেতৃত্বই। কংগ্রেস সাংসদ মধু ইয়সকি বলেন, "আমরা আমাদের লোকসভা কেন্দ্রেও যেতে পারছি না।" তেলেঙ্গানা ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বকে হতাশাজনক বলে মনে করছেন নিজামাবাদের সাংসদ।

গতকাল প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মধ্যেও তেলেঙ্গানা ইস্যুতে দীর্ঘ বৈঠক হয়। অন্ধ্র ভাগ করা নিয়ে কংগ্রেস কোর কমিটিও বৈঠক বসবে বলে খবর। চলতি মাসের ২৮ তারিখ ঢাকায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। তার আগেই এই ইস্যুতে আরেক দফা বৈঠক করবে বসবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এখন দেখার শীর্ষ নেতৃত্বের বৈঠকেই কি সমাধান সূত্র বেরোয় তেলেঙ্গানা সমস্যার?

First Published: Sunday, January 27, 2013, 14:17


comments powered by Disqus