Last Updated: February 21, 2014 09:29

পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবি দীর্ঘ ষাট বছরের। রাজ্যসভায় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল পাশ হওয়া মাত্র সেই দাবি একরকম পূরণ হয়ে গেল। এখন প্রয়োজন শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতি। রাজ্যসভায় বিল পাশ হওয়া মাত্র উল্লাসে মেতে ওঠে হায়দরাবাদ।
তেলেঙ্গানা বিল পাস নিয়ে উত্কন্ঠা, আশঙ্কায় গত কয়েকদিন কাটিয়েছে অন্ধ্রপ্রদেশ। আর বৃহস্পতিবার সকাল থেকে হায়দ্রাবাসীর চোখ ছিল রাজ্যসভা টিভির পর্দায়। বিল পাসের পরই শুরু হয়ে যায় অকাল দেওয়ালি। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির দফতরের সামনে শুরু হয়ে যায় মিষ্টি বিলি। টিআরএস ভবনের সামনে উতসবে মেতে ওঠেন নতুন রাজ্যের দাবিদাররা।
দীর্ঘ তিন দশক ধরে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবি জানিয়ে আসছেন কে চন্দ্রশেখর রাও। একাধিকবার অনশনেও বসেছেন তিনি। বৃহস্পতিবার বিল পাসের পর তাঁর প্রতিক্রিয়া ছিল অন্যরকম। উত্সবের মধ্যেও সীমান্ধ্রের বিক্ষোভ কিন্তু চিন্তায় রাখছে কেন্দ্রীয় সরকারকে।
First Published: Friday, February 21, 2014, 09:29