মাত্র ২৫ বছরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিচেস জেডফ

মাত্র ২৫ বছরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিচেস জেডফ

মাত্র ২৫ বছরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিচেস জেডফ মাত্র ২৫ বছর বয়সেই চলে গেলেন বিখ্যাত মডেল, ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব পিচেস জেডফ। আইরিশ মিউজিশিয়ান ও লাইভ এইড অর্গানাইজারের মেয়ে পিচেসের মৃত্যুর কারণ জানা যায়নি।

কয়েক বছর আগে অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের কারণে মৃত্যু হয়েছিল পিচেসের মা পওলা জেডফের। স্বামী ও দুই ছেলে রয়েছে পিচেসের। তাঁর পরিচিতদের কাছে হাসিখুশি, মজার ও আবেগপ্রবণ বলেই জনপ্রিয় ছিলেন পিচেস।

ব্রিটানিয়া চ্যানেলের জনপ্রিয় শো ওএমজি! টোটালি পিচেস সঞ্চালনা করে বিখ্যাত হয়েছিলেন তিনি। শো-য়ে প্যানেলের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করতেন পিচেস। ২০০৭ সালে কনিষ্ঠতম হিসেবে টটলার`স তালিকায় সেরা ১০ ফ্যাশন আইকনের মধ্যে স্থান পেয়েছিলেন পিচেস। সপ্তম স্থানে ছিলেন পিচেস। এফএইচএম পাঠকদের ভোটে বিশ্বের ৫৩তম সেক্সিয়েস্ট ওম্যানের তকমা পেয়েছিলেন পিচেস।


First Published: Tuesday, April 8, 2014, 18:29


comments powered by Disqus