Last Updated: October 24, 2011 17:02

দিওয়ালিতে এবার হেমা মালিনির উপহার তাঁর ছবি "টেল মি ও খুদা "। ছবিতে রয়েছেন তাঁর মেয়ে এষা এবং স্বামী ধর্মেন্দ্র। দিল আশনা হে-র পর হেমাজি-র নির্দেশনায় এই ছবির গল্পটাও তাঁর প্রথম ছবির মতই। একটি মেয়ে খুঁজতে বেরিয়েছে তাঁর বাবাকে। আর বাস্তবে এই ছবির মাধ্যমে এষা বলিউডে তাঁর পায়ের তলার মাটি শক্ত করার শেষ চেষ্টা করবে কি?
First Published: Monday, October 24, 2011, 17:52