Last Updated: January 6, 2014 10:19

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা উদয় কিরণ আত্মহত্যা করলেন। রবিবার রাতে হায়দ্রাবাদে তাঁর ফ্ল্যাটে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন উদয়। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনও জানা যায়নি। উদয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিণ ভারতের প্রায় ১৮টি সিনেমায় অভিনয় করা উদয়কে ডাকা হয় `হ্যাটট্রিক হিরো` নামে। তেলেগু সিনেমা নুভুউ নেনু সিনেমার জন্য ২০০১ সালে ফিল্ম ফেয়ার পুরস্কার জেতেন উদয়। ২০১২ সালে দক্ষিণের মডেল ভিসিথাকে বিয়ে করেন। শেষবার উদয়কে দেখা গিয়েছে অ্যাকশান বিনোদন সিনেমা `জয় শ্রীরামে`। ২০০০ সালে ছিটরাম সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ হয় তাঁর।
First Published: Monday, January 6, 2014, 12:58