Last Updated: November 25, 2012 20:06

একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামল তিন ডিগ্রি। গতকাল তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তা নেমে হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১৪ ডিগ্রি হয়ে যাওয়ার ফলে ঠান্ডা অনুভুত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এবার ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে। সবমিলিয়ে ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডার অপেক্ষায় রাজ্য।
এদিকে শীতের আমেজ পড়তেই বাংলা পিকনিকের মুডে। সকাল-বিকেল শীতশীত ভাব। দুপুরে লাগছে না গরমজামা। আর এমন মনোরম আবহাওয়ায় রবিবার বাইরে পিকনিকের মুডে কাটালেন অনেকেই। চিড়িয়াখানা থেকে নিক্কোপার্ক নজরে পড়ল শীতের ভিড়।
First Published: Sunday, November 25, 2012, 20:06