ফের নিম্নগামী রাজ্যের তাপমাত্রা, Temperature decreasing in Kolkata

ফের নিম্নগামী রাজ্যের তাপমাত্রা

ফের নিম্নগামী রাজ্যের তাপমাত্রাঘুর্ণিঝড় দুর্বল হতেই কমতে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা। গত দুদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে গিয়েছিল।  আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল বছর শেষে আর ফিরবে না শীত।  বছরের শেষে সেভাবে ঠান্ডার আমেজ অনুভূত না হলেও এবার তাপমাত্রার পারদ কমায় নতুন বছরের শুরুতে আবার শীত পড়ার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

শুক্রবার সকালে `থানে` আছড়ে পড়ে তামিলনাড়ুর কুড্ডালোর, নেল্লোর এলাকায় এবং পুডুচেরিতে। ঘুর্ণিঝড়ের তীব্রতা ছিল ১০০ থেকে ১৪০ কিলোমিটার। `থানে`র প্রভাবে তামিলনাড়ু ও পুডুচেরির বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাতও হয়। ফলে জলোচ্ছ্বাস দুর্গত এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দ্রুত উদ্ধারকার্য শুরু করা হয়। উল্লেখ্য, ২০০৪ সালেও ডিসেম্বরের শেষ সপ্তাহে ভুকম্পিত জলোচ্ছ্বাস সুনামিতে বিধ্বস্ত হয়েছিল তামিলনাড়ু উপকূল।





First Published: Saturday, December 31, 2011, 14:24


comments powered by Disqus