উর্ধগামী তাপমাত্রার পারদ

উর্ধগামী তাপমাত্রার পারদ

উর্ধগামী তাপমাত্রার পারদআগামি চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা আরোও কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একদিকে বিপরীত ঘূর্ণাবর্ত অন্য দিকে উচ্চচাপ বলয় এই দুইয়ের কারণে বাতাসে জলীয়বাষ্পের পরিমান বাড়ছে। ফলে গোটা রাজ্য জুড়েই চড়বে তাপমাত্রার পারদ। এই মুহুর্তে পশ্চিমীঝঞ্ঝা উত্তর ভরতের উপর অবস্থান করছে আগামি সপ্তাহে পশ্চিমীঝঞ্ঝা ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে এগিয়ে এলে গরম আরোও কিছুটা বাড়বে। তবে এই ঘটনা সাময়িক বলে জানিয়েছে আলিপুর আবাহাওয়া দফতর। 

First Published: Saturday, February 4, 2012, 19:56


comments powered by Disqus