Last Updated: February 7, 2012 11:26

পশ্চিমীঝঞ্ঝা ধীরে ধীরে এগিয়ে আসছে পূর্ব ভারতের দিকে। আর সে কারনেই আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দিনের তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। সোমবার দিনের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রিতে পৌঁছে যায়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা বৃদ্ধি সাময়িক বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এর প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে।
First Published: Tuesday, February 7, 2012, 11:26