Last Updated: November 3, 2013 10:05

অন্ধ্রপ্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জনের। গুরুতর আহত আরও ১০ জন। আলেপ্পি-ধানবাদ এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। আতঙ্কে চেন টেনে ট্রেনটিকে দাঁড় করান যাত্রীরা।
পূর্ব অন্ধ্রের বিজয়ানগরমের গোটলাম স্টেশনে প্রাণ ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। রেললাইনের উপরে দাঁড়িয়ে ছিলেন তারা। হঠাত্ই উল্টোদিক থেকে ওই লাইনে রায়গড়-বিজয়ওয়াড়া প্যাসেঞ্জার ট্রেন এসে পড়ে।
বাঁক থাকায় উল্টোদিকের ট্রেনের চালক যাত্রীদের দেখতে পাননি। ঘটনাস্থলেই মারা যান ৮ জন। আহত অবস্থায় কয়েকজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল এবং রাজ্য প্রশাসনের কর্তারা। দুর্ঘটনায় নিহত ও আহতদের সমবেদনা জানিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। কিভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
First Published: Sunday, November 3, 2013, 10:05