Last Updated: November 1, 2013 13:45

মুজাফফরনগরের দুটো গ্রামে ফের ঢুকছে পুলিসের গাড়ি। ভারি বুটের শব্দ। সতর্কতা। নতুন করে চার জনের মৃত্যুর পর সাম্প্রদায়িক হানাহানির আশঙ্কায় আবারও মাথা চারা দিয়ে উঠেছে সদ্য দাঙ্গার ঘা কাটিয়ে ওঠা উত্তরপ্রদেশের গ্রামটা। কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তাই পুলিসি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুটি গ্রামকেই। গত মাসেই মুজফফরনগরে সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছে ৬০ জন।
বুধবার হুসাইনপুর ও মহমদপুর গ্রামে তিন জন যুবক ও এক মহিলার মৃত্যুর পরই নতুন করে চাঞ্চল্য ছড়ায়। রাজ্যের শীর্ষ পুলিস আধিকারিকরা গ্রামে পৌঁছিয়েছেন। নিরাপত্তার সবদিক খতিয়ে দেখছেন তাঁরা।
রাজ্যের উচ্চ আধিকারিক দেবরাজ নাগার জানিয়েছেন, "আমরা মুজাফফরনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার চেষ্টা করছি, কিন্তু তা বাধা পড়েছে।" নতুন করে সন্ত্রাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন তিনি। নাগারের মতে, দাঙ্গা ছড়ালে রাজ্য পুলিসের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠবে। এমনটা হলে দিল্লিও যে রাজ্যকে ছেড়ে কথা বলবে না, তা ভালই বুঝতে পারছেন এই আধিকারিক।
First Published: Friday, November 1, 2013, 13:47