Last Updated: March 28, 2014 09:44

লোকসভা ভোটের আগে ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা। শুক্রবার ভোরে জম্মুর কাঠুয়া জেলার দয়ালচক এলাকায় হামলা চালায় জঙ্গিরা। গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। জানা যাচ্ছে, আজ ভোর পাঁচটা নাগাদ সেনাবাহিনীর পোশাক পড়ে চারজন জঙ্গি প্রথমে একটি গাড়ি অপহরণ করে।
তারপর গাড়ির আরোহীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকিদের নীচে ফেলে রেখে গাড়িটি নিয়ে চলে যায়। গাড়ির এক আরোহীকে অপহরণের আশঙ্কা করা হচ্ছে। আহতদের জম্মুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই জম্মু-পাঠানকোট জাতীয় সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা এলাকায় জারি হয়েছে হাই এলার্ট। ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে পাকিস্তান বর্ডার। কাছে রয়েছে হীরানগর পুলিস স্টেশন। গতবছর সেপ্টেম্বরে তিনজন জঙ্গি ওই থানায় হামলা চালিয়েছিল। মৃত্যু হয়েছিল চারজনের।
First Published: Friday, March 28, 2014, 09:44