Last Updated: March 13, 2014 20:40

২০১২ সালের টেট পরীক্ষার অনিয়মের কথা স্বীকার করে নিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি)। হাইকোর্টে অনিয়মের কথা কবুল করে এজি টেট এ প্রসঙ্গ বলেন, অনভিজ্ঞতার কথা। হাইকোর্টে এসএসসি নিয়ে মামলার শুনানির সময় এজি এই কথা বলার পর ২০১৪ সাল থেকে নিয়ম মানার আশ্বাস দেন।
এদিকে, প্রতিশ্রুতি মতো সব চাকরিপ্রার্থীকে না ডাকার অভিযোগে ফের অবস্থান বিক্ষোভে বসলেন এসএসসির মেধা তালিকায় থাকা প্রার্থীরা। চাকরি না পেয়ে গতমাসে টানা ২১ দিন এসএসসি অফিসের সামনে অনশন চালিয়েছিলেন কয়েকশো চাকরিপ্রার্থী।
রাজ্যপাল ও সরকারের আশ্বাসে অনশন তুলে নিয়েছিলেন তাঁরা। কিন্তু ৪ ফেব্রুয়ারি ৩২২ জনকে কাউন্সেলিংয়ে ডাকে কমিশন। বাকি চাকরিপ্রার্থীদের কেন ডাকা হল না সেই অভিযোগে আজ কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি দিতে যান তাঁরা। যতক্ষণ না চেয়ারম্যান দেখা করছেন ততক্ষণ তারা বিক্ষোভ-অবস্থান চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
First Published: Thursday, March 13, 2014, 20:40