মানচিনির বিরুদ্ধে মামলা তেভেজের, Tevez to sue Mancini

মানচিনির বিরুদ্ধে মামলা তেভেজের

Tag:  Mancini Tevez
মানচিনির বিরুদ্ধে মামলা তেভেজেরমাঠে কোচ মানচিনির সব স্ট্র্যটেজি মিলে গেলেও মাঠের বাইরের কিছু স্ট্র্যাটেজি বিপাকে ফেলেছে তাঁকে। আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেজ এবার মানচিনির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নামতে না চাওয়ার অভিযোগে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জরিমানা দিতে হবে তাঁকে। মানচিনির অভিযোগে ক্লাবের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোচের বিরুদ্ধে মামলা করবেন তেভেজ।
 


First Published: Thursday, October 27, 2011, 16:36


comments powered by Disqus