Texas judge orders removal of pregnant Marlise Munoz life support

২২ সপ্তাহের অন্তঃস্বত্তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার নির্দেশ আদালতের

২২ সপ্তাহের অন্তঃস্বত্তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার নির্দেশ আদালতের মস্তিস্কের মৃত্যু হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়ার ঘটনা বিরল নয়। কিন্তু এবার এক অন্তঃস্বত্তা মহিলার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার নির্দেশ দিল টেক্সাসের আদালত।

সোমবার বিকেল ৫ টার মধ্যে ২২ সপ্তাহের অন্তঃস্বত্তার লাইফ সাপোর্ট খুলে নিতে হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। টেক্সাসের আইন অনুসারে কোনও রোগীর মস্তিস্কের মৃত্যু হলে আইনত তিনি মৃত। নভেম্বর থেকে লাইফ সাপোর্টে ফোর্ট ওয়ার্থের হাসপাতালে ভর্তি রয়েছেন মার্লিস মুনজ। তাঁর গর্ভের ভ্রুণটির স্বাভাবিক ভাবে জন্ম নেওয়ার কোনও আশা নেই। এই পরিস্থিতিতে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন ওই মহিলার স্বামী ও বাবা-মা। তাঁদের দাবি অযথা মার্লিসকে নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করে চলেছে হাসপাতাল। ফোর্ট ওয়ার্থের ওই হাসপাতালের পাল্টা দাবি, কোনও অন্তঃস্বত্তার চিকিত্সা বন্ধ করে দেওয়া বেআইনি। তবে, হাসপাতালের যুক্তি মানেনি বিচারক। মার্লিসের পরিবারের দাবি মেনে তাঁর লাইফ সাপোর্ট খুলে নিতে বলেছে আদালত।

First Published: Saturday, January 25, 2014, 13:55


comments powered by Disqus