বিচার হয়েছে, লড়াই এখনও বাকি: নির্ভয়ার পরিবার

বিচার হয়েছে, লড়াই এখনও বাকি: নির্ভয়ার পরিবার

বিচার হয়েছে, লড়াই এখনও বাকি: নির্ভয়ার পরিবার "সত্যিই যেন গলার কাছে নিশ্বাস আটকে ছিল, যেটা এখন বাইরে এল। আমি দেশের মানুষ ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি," মেয়ের হত্যাকারীদের প্রাণদণ্ড ঘোষণার পর এটাই ছিল নির্ভয়ার মায়ের প্রথম প্রতিক্রিয়া। তাঁর সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন নির্ভয়ার বাবা ও দুই ভাইও।

রায় ঘোষণার পর নির্ভয়ার বাবা বলেন, "আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আদালতের বিচারে আমি খুশি।" নিজের মেয়ের হত্যাকারীদের শাস্তি ঘোষণাতেই খুশি হতে পারেননি নির্ভয়ার মা। উনি মনে করেন, কোনও ধর্ষিতারই চুপ করে থাকা উচিত নয়। সকলের এগিয়ে এসে অভিযোগ জানানো উচিত। তিনি বলেন, "বিচার হয়েছে। কিন্তু আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমরা সবসময় মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে মানুষের পাশে থাকব।"

এ দিন সাজা ঘোষণার সময়ে আদালতের সামনে জরো হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করতেই হাততালিতে ফেটে পড়ে গোটা আদালত চত্ত্বর।

First Published: Friday, September 13, 2013, 19:19


comments powered by Disqus