Last Updated: June 16, 2012 10:07

কংগ্রেস শিবির যখন প্রণব মুখার্জিকে নিয়ে রীতিমত উচ্ছ্বসিত, সেই অবস্থায় দাঁড়িয়ে সোনিয়া গান্ধীদের বিরুদ্ধে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধেতে দিল্লি থেকে মহাকরণে পৌঁছে মুখ্যমন্ত্রীর দাবি, রাষ্ট্রপতি নির্বাচন নিযে এখনও অনেক খেলা বাকি রয়ে গিয়েছে। কী সেই খেলা, শুরু হয়েছে ফের জল্পনা।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে ছিলেন মুলায়ম সিং যাদব। কংগ্রেস প্রস্তাবিত প্রণব মুখোপাধ্যায় ও হামিদ আনসারির নাম খারিজ করে দিয়ে পাল্টা ৩টি নাম প্রস্তাব করেছিলেন মমতা-মুলায়ম। এই তিনজনের মধ্যে দুজন, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোমনাথ চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও উত্সাহ তাঁদের নেই। বাকি রইলেন এ পি জে আব্দুল কালাম। তিনদিন দিল্লিতে কাটিয়ে কলকাতায় ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের দাবি করেন, কালামই শ্রেষ্ঠ প্রার্থী। এই ইস্যুতে সপা তাদের পাশে আছে।
এর পর প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করে ইউপিএ। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মুলায়ম সিং অভিনন্দন জানান প্রবণ মুখোপাধ্যায়কে। সপা স্পষ্ট জানিয়ে দেয় তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের পাশেই। ফলে এই মুহুর্তে আক্ষরিক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় একা। তারপরও তৃণমূল নেত্রীর দাবি খেলা এখনও শেষ হয়নি।

কিসের ওপর ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। তৃণমূল নেত্রীর পছন্দের প্রার্থী এপিজে আব্দুল কালাম। কিন্তু কালাম বুঝিয়ে দিয়েছেন জেতার মত পরিস্থিতি না হলে তিনি কিছুতেই প্রার্থী হবেন না। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর থেকে কংগ্রেসের তরফে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে কংগ্রেসের সঙ্গে তার দুরত্ব মিটে যাচ্ছে এমনটাও মনে করার কারণ নেই।
তাহলে সর্বশেষ বিকল্প হিসেবে এনডিএ-র প্রার্থীকে সমর্থন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এনডিএ প্রার্থী দেবে কিনা তা এখনও বিজেপি স্পষ্ট করে বলেনি। তা হলে কী ধরে নিতে হবে মমতা যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন আসলে এনডিএ-র কাছ থেকে কোনো বার্তা পেয়েই তিনি এই দাবি করছেন।

অর্থাত্ প্রকাশ্যে না বললেও মমতা সম্ভবত নিশ্চিত যে প্রণবাবুর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে এনডিএ। যদি তাই হয়, একমাত্র এই অবস্থাতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিন্দ্বিতার সুযোগ রয়েছে। কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই মন্তব্যকে আমল দিতে রাজি নয়। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সরাসরি প্রণববাবুর বিরুদ্ধে এনডিএ-র প্রার্থী দেওয়ার সম্ভাবনা নস্যাত্ করে দিয়েছেন। কংগ্রেস উড়িয়ে দিলেও জল্পনা কিন্তু অব্যাহত। কী এমন তুরুপের তাস এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্তিনে রয়েছে যার জন্য অভিনন্দন কুড়াতে ব্যস্ত রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছে একা তৃণমূল?
First Published: Saturday, June 16, 2012, 10:07