ইয়ারফোন আর শুধু গান শোনার নয় এবার নীল ছবির সিনেমা হল

ইয়ারফোন আর শুধু গান শোনার নয় এবার নীল ছবির সিনেমা হল

 ইয়ারফোন আর শুধু গান শোনার নয় এবার  নীল ছবির সিনেমা হলআপনি কি নীল ছবির নিয়মিত দর্শক? আপনার নীল ছবি দর্শন আরও `ভাল` লাগাবার জন্য বিশেষ ধরনের ইয়ারফোন এবার বাজারে এসে গেল।

লাডোবি `সিক্স-ওয়ে ইয়ারফোন` পর্ন দেখার জন্য বিশেষভাবে তৈরি। এই ইয়ারফোনের নির্মাতা ফোকাস তাইওয়ান নামের সংস্থাটি দাবি করেছে এই ইয়ারফোনে মহিলা কণ্ঠস্বর আরও বেশি মধুর এবং কম তীক্ষ্ণ শোনাবে। অন্যদিকে পুরুষ কণ্ঠস্বর আরও গম্ভীর ও ভরাট শোনাবে। সংস্থাটির দাবি এই ইয়ারফোনে মনে হবে হোম থিয়েটারে বসে আপনি নীলছবি দেখছেন।

যদিও এখনও ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছু সমস্যা রয়েই গেছে তবে নীল ছবিতে যৌন `সুড়সুড়ি` দেওয়া বক্তব্য যখন বিশেষ ভাবে আপনার শ্রবণ গোচর হবে তখন হলফ করে বলাই যায় আপনার পর্ন দর্শন অনেক বেশি সুখকর হয়ে উঠবে।


First Published: Thursday, May 29, 2014, 16:23


comments powered by Disqus