Last Updated: February 25, 2012 08:37

একটি বহুতলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পার্ক সার্কাস এলাকায়। শামসুল হুদা রোড সংলগ্ন একটি বহুতলের বাসিন্দা আফসর আলির বাড়িতে চুরি হয় শুক্রবার রাতে।
নগদ ও গয়না মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় আফসর আলি ও তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। দুষ্কৃতীরা চাবির সাহায্যে মূল দরজা ও আলমারি খুলে চুরি করে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে কড়েয়া থানা পুলিস।
ঘটনাস্থলে ভাঙা চুড়ির টুকরো মেলায় অনুমান চুরির সঙ্গে কোনও মহিলার যোগাযোগ আছে। আফসর আলির পরিবারের কোনও পরিচিত ব্যক্তিই চুরির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিস।
First Published: Saturday, February 25, 2012, 08:37