Last Updated: October 9, 2012 11:34

অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল উত্তর কলকাতার সিঁথির কালীচরণ ঘোষ রোডে । বাড়ির বাসিন্দাদের অচৈতন্য করে নগদ টাকা ও গয়না চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বাড়ির লাগোয়া ক্লাবঘরের ছাদে ওঠে দুষ্কৃতীরা। ছাদে দাঁড়িয়ে জানালার গ্রিল খুলে ভেতরে ঢোকে তারা। এরপর একই কায়দায় ক্লাবঘরের ছাদ দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিঁথি থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। যে সমস্ত সরঞ্জাম দিয়ে গ্রিল খোলা হয়েছিল সেগুলি উদ্ধার করেছে পুলিস।
First Published: Tuesday, October 9, 2012, 11:34