Last Updated: December 10, 2012 12:03

রাজ্যে শিল্পায়নের পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। গতকাল রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে একথা বলেন তিনি। সরকারি অর্থে সভা করে দলীয় প্রচার চালানো হচ্ছে বলেও শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিমান বসু। তাঁর বক্তব্যে উঠে আসে শিল্প থেকে সংস্কৃতি, পঞ্চায়েত নির্বাচন থেকে রায়গঞ্জে এইমস বিতর্কের মতো একাধিক ইস্যু।
বিমানবাবু আরও জানান, আসন ভাগাভাগি নিয়ে বামফ্রন্টের দলগুলির মধ্যে যে কোনওরকম মতপার্থক্য প্রথমে জেলাস্তরে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা সম্ভব না হলে রাজ্যস্তরে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
First Published: Monday, December 10, 2012, 12:03