Last Updated: March 3, 2014 23:56

নিজের কেরিয়ারের শীর্ষে অনেক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জুহি চাওলা। খ্যাতির চূড়ায় থেকে ভাবতেন বলিউড তাঁকে ছাড়া অচল। গুলাব গ্যাং মুক্তির আগে সেইসব কথা স্বীকার করলেন জুহি।
জুহি বলেন, ""যখন আমরা শীর্ষে থাকি, তখন ঝুঁকি নিতে পারি না। মনে হয় আমি অপরিহার্য, আমাকে ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। অল্পবয়স আর সাফল্যে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি এমন দুটো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যা মুক্তির পর ব্লকবাস্টার হয়েছিল।`` জুহি জানালেন রাজা হিন্দুস্তানি, দিল তো পাগল হ্যায়, জুদাইয়ের মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
""এখন সব অতীত হয়ে গেছে। তাই এখন এসব নিয়ে কথা বলাই যায়। আমি ভুল থেকে অনেক শিখেছি। এই ছবিগুলোর বেশিরভাগেই দুজন করে অভিনেত্রী ছিল, তাই আমি নাকচ করে দিয়েছিলাম। করিশমা কপূরের খ্যাতির জন্য আমি দায়ী, ও সেটা জানেও না,`` জানালেন জুহি।
তবে গুলাব গ্যাং ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও এখনও চরিত্র বাছার ব্যাপারে যথেষ্ট সাবধানী তিনি। বললেন, ""আমি এখনও অনেক কিছু ভেবে চরিত্র বাছি। তবে গুলাব গ্যাং আমার সত্যিই অন্যরকম লেগেছিল।``
First Published: Monday, March 3, 2014, 23:56