জাপানি কনসুলেটের গাড়ির চালকের ঘটনায় গ্রেফতার তিন

জাপানি কনসুলেটের গাড়ির চালকের ঘটনায় গ্রেফতার তিন

জাপানি কনসুলেটের গাড়ির চালকের ঘটনায় গ্রেফতার তিনজাপানি কনসুলেটের গাড়ির চালক শাহবুদ্দিন আহমেদকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলেন কলকাতা পুলিসের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার রাতে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃত তিন যুবকের নাম রাজা, ইরফান ও রশিদ। এরা প্রত্যেকেই কড়েয়া থানা এলাকার আহিরীপুকুরের  বাসিন্দা। সিসিটিভি ফুটেজ অনুসারে  রবিবার রাতে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে এগারোটা পঞ্চাশ নাগাদ গাড়ি রেখে বেড়িয়ে আসেন শাহবুদ্দিন।

খুনির খোঁজ করতে গুরুসদয় রোডের বেশ কিছু বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। সেখানেই ওই তিন যুবককে দেখা যায়। যে বাড়ির সামনে শাহবুদ্দিনের দেহ পরে ছিল তার সিসিটিভি ফুটেজে রাত বারোটার কিছু পড়ে ওই তিন যুবককে পালাতেও দেখা যায়। এর পরেই পাম এভিনিউ থেকে মঙ্গলবার রাতে এদের গ্রেফতার করা হয়।

পুলিস সূত্রে খবর রশিদ ও রাজা দুই ভাই। এদের পরিবারের বিবাদে মিমাংসা করতে যান প্রতিবেশী শাহবুদ্দিন। সেখান থেকেই শত্রুতার শুরু। এর পরেই এই দুই ভাই বন্ধু ইরফানকে নিয়ে শাহবুদ্দিনকে খুনের চক্রান্ত করে।

First Published: Wednesday, April 17, 2013, 08:58


comments powered by Disqus